ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ 

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ 

বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মোনাজাত ও খাবার বিতরণ আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোলাবাড়িয়ায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত করেন চৌমুহনী পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ সহ বিভিন্ন মসজিদের খতিবগণ।

এ সময় সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সামতীব্রিজ স্বপন, জি.এস. নিজাম উদ্দিন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদলের ওয়ার্ড সদস্য সচিব সুজন, মিরওয়ারিশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মঞ্জু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাকের আহম্মেদ সবুজ, যুব নেতা জিয়া উদ্দিন মঞ্জু-সহ জেলা উপজেলা যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নোয়াখালী,খালেদা জিয়া,রোগমুক্তি,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত